BREAKING: বর্ধমানের জনসভায় অস্থির মোদি!

বর্ধমানের এক জনসভায় বক্তব্য রাখার সময় দারিদ্র্যতা নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakbreak

নিজস্ব সংবাদদাতা: বর্ধমানের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "একজনও ভারতীয় গরীব থাকুক আমি সেটা চাই না। আমি ১৪০ কোটি জনগণের সংকল্প নিয়ে বাঁচতে চাই। ছোটবেলায় দারিদ্র্যতা দেখেই আমি বড় হয়েছি। গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে এটা আনন্দের।

pmmodiop1.jpg

 পরের ৫ বছরে আমি সব গরীবকে দারিদ্র্যসীমার উপরে তুলতে চাই। দারিদ্র্যতা দেখলে আমার অস্থিরতা বেড়ে যায়।

GWERGWHWE4

 দারিদ্র্যতা দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে।"

Add 1