নিজস্ব সংবাদদাতাঃ শনিবার থেকে হিরোশিমায় শুরু হতে চলেছে জি-৭ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই হিরোশিমায় পৌঁছিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-৭ সম্মেলনের আগেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-জাপান বন্ধুত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। উল্লেখ্য , এই জি-৭ সম্মেলন নিয়ে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে উত্তেজনা।