নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার নাট্যকার চন্দন সেন নিলেন বড়ো পদক্ষেপ। তিনি সরকারি পুরস্কার ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন।
দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেবার কথাই জানিয়েছেন তিনি। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল করেছেন তিনি।
শিল্পী হতে গেলে সবার আগে প্রকৃত মানুষের মতো শিরদাঁড়া শক্ত রেখে প্রতিবাদ করতে জানতে হয়। সেই কাজটাই করে দেখালেন তিনি।