ব্রেকিংঃ নতুন সংসদ ভবন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

উল্লেখ্য, আগামী ২৮ মে দুপুর ১২টায় নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে কংগ্রেস নেতারা এবং অন্যান্য বিরোধী নেতারা মনে করেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

 

 

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী  (New Parliament Building) অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তরজা জোরালো হচ্ছে। এবার এই অনুষ্ঠান নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ (PIL) মামলা দায়ের করা হল। দায়ের হওয়া এই মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে নতুন সংসদ ভবনের উদ্বোধন যাতে দেশের রাষ্ট্রপতি করেন সেটার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে। যদিও এই জনস্বার্থ মামলাটি কে বা কারা দায়ের করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।  উল্লেখ্য, আগামী ২৮ মে দুপুর ১২টায় নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে কংগ্রেস নেতারা এবং অন্যান্য বিরোধী নেতারা মনে করেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত। কংগ্রেস বলছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির। দ্রৌপদী মুর্মু কর্তৃক নতুন সংসদ ভবনের উদ্বোধন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক ন্যায্যতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হবে। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় উদ্বোধন উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠাতে পারেন।