নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী রইলো কোচবিহার। বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় মুখোমুখি ধাক্কা লাগে একটি পিক আপ ভ্যান ও ইট বোঝাই লরির। জখম হয়েছেন ৬ জন। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যায় ইট বোঝাই লরিটি। পিক আপ ভ্যানটিও রাস্তার পাশে ছিঁটকে পড়ে। লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিক আপ ভ্যানের সামনের দিকটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খাগড়াবাড়ি মোড়ের কাছে পিক আপ ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে৷ মূলত, দ্রুত গতির কারণেই ব্রেক ফেলের আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, শহর থেকে জেলা, দুর্ঘটনা ঘটেই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার জন্য দায়ী চালকের অসচেতনতা ও গাড়ির দ্রুত গতি। কবে ফিরবে হুঁশ, উঠছে প্রশ্ন।