নিজস্ব সংবাদদাতাঃ ফের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident) ঘটল। জানা গিয়েছে, আজ রবিবার রিয়াসি জেলার কাটরার মুরি এলাকায় একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৪ জন যাত্রী আহত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে একজন পুণ্যার্থীর।