নিজস্ব সংবাদদাতাঃ সংঘর্ষের পর এখনও মণিপুরের (Manipur) পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। যদিও ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে যে মণিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আজ শনিবার মণিপুরের ইম্ফলের রাস্তায় বন্দুক উঁচিয়ে নিরাপত্তারক্ষীদের টহল দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। স্থানীয় মানুষরা জানাচ্ছেন, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনও ভয়ের পরিবেশ বিরাজ করছে । এদিকে প্রাণভয়ে বহু মানুষ পড়শি রাজ্য আসামে গিয়ে আশ্রয় নিচ্ছেন। মণিপুরের একজন বাসিন্দা জানাচ্ছেন, 'যতদিন মণিপুরে সেনাবাহিনী থাকবে, ততদিন আমরা নিরাপদে আছি, কিন্তু এটা জোর দিয়ে বলা যাবে না যে সেনাবাহিনী সব সময় আমাদের রক্ষা করবে। এই কারণেই আমরা মাঝরাতে আসাম সীমান্ত অতিক্রম করে আসামে পৌঁছেছি।'