নিজস্ব সংবাদদাতাঃ পাটনা হাইকোর্ট বৃহস্পতিবার বিহার সরকারের দুটি আইন খারিজ করে দিয়েছে, যা অনগ্রসর শ্রেণি, অত্যন্ত অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করেছে।
বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, হাইকোর্ট বিহার রিজার্ভেশন অফ শূন্যপদ সংরক্ষণ (সংশোধনী) আইন, ২০২৩ এবং বিহার (শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে) সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৩-কে ১৪, ১৫ এবং ১৬ অনুচ্ছেদের অধীনে সমতার ধারা লঙ্ঘন করে বলে বাতিল করে দিয়েছে।