নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতার ও বিচার বিভাগীয় হেফাজত নিয়ে এবার সরব হলেন দলের মুখপাত্র পট্টাভী রাম। তিনি বলেন, 'এটি অন্ধ্রপ্রদেশের ইতিহাসে একটি কালো দিন৷ চন্দ্রবাবু নাইডুকে গতকাল বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল এবং কোনও প্রকার প্রমাণ হাজির না করেই জেলে পাঠানো হয়েছিল৷ জগন মোহন রেড্ডির সরকারের জমা দেওয়া রিমান্ড রিপোর্টের একটি কপি আমার কাছে আছে। চন্দ্রবাবু নাইডু যে কোনও ধরনের দুর্নীতি করেছেন তা প্রমাণ করার জন্য এই রিপোর্টে একটি লাইনও নেই। এটি সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক প্রতিহিংসা। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি তাঁর পুলিশ বিভাগের সহায়তায় কোনও প্রমাণ না পেশ করে একটি মিথ্যা মামলা তৈরি করেছিলেন'।