নিজস্ব সংবাদদাতা: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আর্জি নিয়ে এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পা ফুলেছে, কারোর সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে? তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
/anm-bengali/media/media_files/2025/03/20/4Llozlov1PKXQbudMiWC.jpg)