নিজস্ব সংবাদদাতা: আজ ফের আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। জামিনের (Bail) আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। 'জেলে খুব কষ্ট হচ্ছে', আদালত থেকে বেরোনোর সময়ে মন্তব্য করেন পার্থ। 'ওঁরা স্বাধীনতা সংগ্রামী নাকি? সামাজিকভাবে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে', দাবি করলেন পার্থর আইনজীবী। 'রাজনৈতিক পরিচয় আছে বলে দুর্নীতির তদন্ত হবে না?', জামিনের আবেদনের বিরোধীতা করে পাল্টা প্রশ্ন সিবিআইয়ের। সিবিআই দাবি করে যে এটা রাজনৈতিক মামলা নয়, দুর্নীতির মামলা (Scam Case)। 'তদন্তের শেষ কি আপনি দেখতে পাচ্ছেন? বাগ কমিটির রিপোর্টে যাঁদের নাম আছে তাঁদের আনা হচ্ছে না কেন?' সিবিআই (CBI) তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতে প্রশ্ন করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।