নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam Case) ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের (Prasanna Roy) বাড়িতে মেলে বিজেপি নেতা (BJP Leader) দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল। সেই নিয়ে প্রথম মুখ খুললেন প্রসন্ন রায়। দাবি করেন যে তাঁর বাড়ি থেকে আসল দলিল নয়, পাওয়া গেছে সার্টিফায়েড কপি (Certified Copy)। দিলীপ ঘোষের একটি সম্পত্তির মিউটেশনের জন্য নাকি কপি তুলেছিলেন তিনি। সেই সার্টিফায়েড কপি সিবিআই (CBI) তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেছে, মন্তব্য প্রসন্নর। তিনি দাবি করেছেন যে এর মধ্যে টাকা লেনদেনের (Money Transaction) কোনও বিষয় অন্তর্ভুক্ত নেই।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহাকে (SP Sinha) আদালতে তোলার পর বিচারকের সামনে সিবিআইকে সিজার লিস্ট জমা দিতে দাবি তোলেন। সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্টে ছিল দিলীপ ঘোষের জমির দলিলের উল্লেখ। সেই সময়ে দিলীপ ঘোষ দাবি করেন যে প্রসন্ন রায় ও তিনি একই আবাসনে থাকতেন বলে তিনি প্রসন্নকে চিনতেন।