নিজস্ব সংবাদদাতাঃ নিট ইস্যু নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে হট্টগোলের জেরে ১ জুলাই পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, যে বিষয়ই উত্থাপিত হোক না কেন, আমরা বিস্তারিত তথ্য দেব।”
তিনি আরও বলেছেন, “আমরা আরও একবার সদস্যদের আশ্বস্ত করছি যে, সরকার সর্বদা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সভার কাজকর্ম বন্ধ করে দিয়ে কংগ্রেস পার্টি যে প্রবণতা অবলম্বন করেছে, তা ঠিক নয়। আমি এর নিন্দা জানাই। আমি আবেদন করছি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।”