নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের পক্ষ থেকে স্পেশাল ভিজিট ইমিগ্রেশন স্কিম (SVES) ভিসায় আসা পাকিস্তানি নাগরিকদের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ জারি করা হয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা এখনও ভারতে রয়েছেন, তাঁদের অবিলম্বে নিজ দেশে ফিরে যেতে হবে। এই প্রেক্ষাপটে বুধবার এক পাকিস্তানি নাগরিক ভারতে নিজের ভ্রমণ শেষ করে ফেরত যান পাকিস্তানে। তিনি পাঞ্জাবের অমৃতসরের অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে যান।
/anm-bengali/media/media_files/2025/04/24/pSoTRBDvUZRUG1nyB4E1.jpg)
সরকারি সূত্রে জানা গিয়েছে, SVES ভিসার আওতায় অনেকেই বিভিন্ন ব্যক্তিগত বা পারিবারিক কারণে ভারতে এসেছিলেন। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে পরিস্থিতি বদলে যাওয়ায় তাঁদের তাড়াতাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।
প্রসঙ্গত, SVES ভিসা মূলত মানবিক কারণে বা বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য ভ্রমণের অনুমতি দেয়। তবে বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে এই ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে না বলেই সূত্রের খবর। সরকারি এই নির্দেশের পর পর্যবেক্ষক মহলে অনুমান, আগামী কয়েক দিনের মধ্যেই আরও পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে যাবেন নিজ দেশে।