ফের পাক হানার ভয়! মোদীর ভাষণের পরেই অমৃতসরে ব্ল্যাক আউট ঘোষণা, বাজছে সাইরেন
ব্যান পিরিয়ডে মৎস্য দফতরের তরফ থেকে চলছে বাড়তি নজরদারি
অপারেশন সিঁদুর কোনও অভিযানের নাম নয়, ভারতীয়দের আবেগের নাম! কী বললেন প্রধানমন্ত্রী
BREAKING: ধর্মের ভিত্তিতে ভারতের একতা নষ্ট করতে পারবে না জঙ্গিরা! কড়া বার্তা প্রধানমন্ত্রীর
BREAKING : জল আর রক্ত একসাথে বইতে পারে না ! পাকিস্তানকে বড় বার্তা দিলেন মোদি
BREAKING: বাহাওয়ালপুর এবং মুরিদকে- নাম উল্লেখ করে বিশেষ দাবি করে দিলেন মোদী!
BREAKING: অপারেশন সিঁদুরে প্রমাণিত হয়েছে পাক সরাসরি জঙ্গিদের মদত দেয়! গর্জে উঠলেন প্রধানমন্ত্রী
BREAKING : নিউক্লিয়ার শক্তিকে ভয় করে না ভারত ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি
পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু, বিশেষ কমিটি গড়ল খড়গপুর আইআইটি

পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি— কপিল সিবলের সাফ বার্তা কেন্দ্রকে

সিনিয়র আইনজীবী কপিল সিবল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি তুললেন। জানালেন, দোষীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হোক।

author-image
Debapriya Sarkar
New Update
Kashmir

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হওয়ার পর, সিনিয়র আইনজীবী কপিল সিবল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, "এই হামলার জন্য যারা দায়ী, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাই, পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হোক। আমি নিশ্চিত যে, বিরোধী দলও এই দাবিতে সমর্থন জানাবে।"

Kashmir terrorists attacks

কপিল সিবলের এই মন্তব্য একদিকে যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, সেখানে এটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, "পাকিস্তানের সহায়তায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, যা আন্তর্জাতিক স্তরে পুরো পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করতে পারে।"

bbrdmb98_image_160x120_22_April_25

এই মন্তব্যের পর, কপিল সিবল সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, 'পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা উচিত।' কপিল সিবনের এই বক্তব্য বিভিন্ন রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।