নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : শালবনীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। এরপর গ্রেফতার করা হল আরো এক অভিযুক্তকে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই যে চারজন কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের জামিন খারিজ হয়ে গিয়েছে। সোমবার তাদেরও বিশেষ আদালতে তোলার কথা। এদিকে ক্ষোভে ফুঁসছে কুড়মি সমাজ। ডাকা হয়েছে বনধ। তবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে কুড়মিরা নয়, তাদের নাম করে জঘন্য ঘটনাটি ঘটিয়েছে বিজেপি। এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।