‘রাষ্ট্রপতির ভাষণে সংখ্যালঘুদের উল্লেখ...’! আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যে ফের চাঞ্চল্য

আজ সাংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

author-image
Probha Rani Das
New Update
Asaduddin Owaisi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ প্রসঙ্গে এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, “গোটা ভাষণে সংখ্যালঘু বা বেকারত্বের কোনও উল্লেখ ছিল না। মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বলেছেন যে ভারতে ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলি ধ্বংস করা হচ্ছে।” 

Asaduddin Waisi edit.jpg

তিনি আরও বলেছেন, “ঠিকানায় নতুন কিছু ছিল না, এ যেন নতুন বোতলে পুরনো মদ রি-এনইইটি করা উচিত ছিল। যত্রতত্র কাগজ ফাঁস হচ্ছে। ২৫ লক্ষ যুবক ও তাদের পরিবার নিয়ে ছিনিমিনি খেলছেন তাঁরা।” 

Adddd