শহরে আজ মহা-মিছিল! যানজট এড়াতে জেনে নিন রুট

ডিএ আন্দোলনের ১০০তম দিন। প্রথমবার মিছিল যাবে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে। আদালতের অনুমতিতেই হতে চলেছে মিছিল। তীব্র যানজটের সম্ভাবনা। মিছিলে যোগ দিতে জেলাগুলি থেকে আসছেন বহু মানুষ।

author-image
Pallabi Sanyal
New Update
da movement

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : হকের ডিএ-র দাবিতে আন্দোলনের ১০০তম দিন। শহিদ মিনার চত্ত্বরে আজও চলছে ধর্না। শুক্রবার আন্দোলনের শততম দিনে মহা মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবার মিছিল যাবে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে। এই রাস্তায় যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি। স্পর্শকাতর এলাকা বলে মিছিলে পুলিশ অনুমতি না দিলে সরকারি কর্মীদের সংগঠন দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে। আদালতের অনুমতিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির ওপর দিয়ে মিছিলে হাঁটতে চলেছেন আন্দোলনকারীরা। তবে, আদালতের নির্দেশে মিছিল করতে হবে শান্তিপূর্ণভাবে। হাজরার দমকল কেন্দ্র থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিছিলে গোটা শহর স্তব্ধ হওয়ার আগেই এই রাস্তা গুলো এড়িয়ে চলুন।