নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কিছুটা স্বস্তি পেলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় উত্তরপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এরপর তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়। আজ সোমবার এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme court)। ২০১৪ সালে ভোটের প্রচারে কেজরিওয়াল বলেছিলেন, যারা বিজেপিকে ভোট দেবে, ঈশ্বরও তাদের ক্ষমা করবেন না।
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এই বিতর্কিত মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৫ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এই মামলায় বিচারপতি রাজেশ সিং চৌহানের একক বেঞ্চ সুলতানপুর দায়রা আদালতের আদেশ বহাল রেখে কেজরিওয়ালের আবেদন খারিজ করে দেয়।