নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ডেঙ্গু নিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই নাকি হোস্টেলের ৮ থেকে ৯ জন আবাসিক আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। হোস্টেলে ডেঙ্গু পরিস্থিতি যে উদ্বেগজনক হয়ে উঠেছে সেটা স্বীকার করে নিলেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এরপরেই তিনি ঘোষণা করলেন যে প্রয়োজন পড়লে অনলাইনে ক্লাস করানো যেতে পারে। ফলে করোনার পর এবার ডেঙ্গুর আবহাওয়া অনলাইন ক্লাসের সম্ভাবনা বাড়ছে।