নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ১ সপ্তাহ পর হুঁশ ফিরলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে পরিচয় কার্ড এবার অত্যাবশ্যকীয়। আইডি কার্ড দেখালে তবেই ক্যাম্পাসে ঢোকার অনুমতি মিলবে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক। গাড়ি অথবা বাইক নিয়ে ঢুকতে গেলেও সামনে লাগাতে হবে বিশ্ববিদ্যালয়ের স্টিকার। আইডি কার্ড না থাকলে রেজিস্টারে এন্ট্রি বাধ্যতামূলক। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন করার সময়ে ধরা পড়লে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হল কর্তৃপক্ষের তরফে।