নিজস্ব সংবাদদাতাঃ এ বছরের রামনবমীতে রাজ্যের একাধিক জায়গা দফায় দফায় অশান্ত হয়ে ওঠে। এবার এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করার অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে এনআইএ-কে (NIA) তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, রাজ্য সরকারকে ২ সপ্তাহের মধ্যে এনআইএকে সমস্ত নথি হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম। উল্লেখ্য, রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় তীব্র অশান্তি হয়। এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে বিশিষ্ট মহল।