নিজস্ব সংবাদদাতাঃ আরও বিপাকে আফতাব পুনাওয়ালা। জানা গিয়েছে, দিল্লিতে বিখ্যাত শ্রদ্ধা ওয়াকার হত্যা (Shraddha Walkar case) মামলার অভিযুক্ত আফতাব পুনাওয়ালার চাপ বাড়িয়ে দিল পুলিশ ও আদালত। দিল্লির সাকেত আদালত আফতাবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আফতাবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১ জুন। আফতাব পুনাওয়ালাকে তার লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা, তার দেহকে বেশ কয়েকটি টুকরো টুকরো করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
আজ মঙ্গলবার অতিরিক্ত দায়রা বিচারক মনীষা খুরানা কক্কর বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) এবং ২০১ (অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় অপরাধের জন্য প্রাথমিকভাবে মামলা দায়ের করা হয়েছে।' তবে আফতাব পুনাওয়ালা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারের মুখোমুখি হওয়ার অঙ্গীকার করেছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করা হয়েছে।