আচমকাই সমুদ্রের ওপর ভেঙে পড়ল উপগ্রহ

বুধবার দক্ষিণ কোরিয়ার একটি উপগ্রহ উৎক্ষেপণের পর পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে ।

author-image
New Update
north korea satelite

নিজস্ব সংবাদদাতা: উত্তর কোরিয়া জানিয়েছে , তারা বুধবার ভোরে একটি সামরিক নজরদারি উপগ্রহ উৎক্ষেপণ করেছে।  তবে সেই উপগ্রহটি একটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।  জানা গেছে , উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট ট্রান্সপোর্ট রকেট 'চিওলিমা-১' স্বাভাবিকভাবে উড্ডয়নের  সময় প্রথম  ধাপ পার  হওয়ার পর দ্বিতীয়  ধাপের ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট-আপের কারণে গতি হারিয়ে কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়।