নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তর কোরিয়ার একটি উপগ্রহ আচমকাই ভেঙে পড়ে। এই ঘটনার পর বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম ইয়ো জং বলেছেন, তার দেশ শিগগিরই পৃথিবীর কক্ষপথে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ স্থাপন করবে। এছাড়াও তিনি সামরিক নজরদারি সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে কবে সেই উপগ্রহ কক্ষপথে স্থাপন হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।