নিউটাউন কাণ্ডে ১৯ দিনের মাথায় চার্জশিট পেশ, মূল অভিযুক্ত এক না একাধিক?

নিউটাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সৌমিত্র রায়। সোমবার বারাসত আদালতে চার পাতার চার্জশিট জমা করল কলকাতা পুলিশ। একাই দোষী সৌমিত্র?

author-image
Jaita Chowdhury
New Update
Rape

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নিউটাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় (Newtown Rape and Murder) ১৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ। সোমবার বারাসত আদালতে চার পাতার চার্জশিট জমা পড়ল। চার্জশিটে উল্লেখ করা হয়েছে একমাত্রই মূল অভিযুক্ত সৌমিত্র রায়। 

rape .jpg