মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স জারি, হাজির একের পর এক বিধায়ক

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে সকলের কৌতূহল তুঙ্গে রয়েছে। কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কর্ণাটকের সেই নিয়ে উঠছে প্রশ্ন। সিদ্দারামাইয়া না ডি কে শিবকুমার? কাকে বেছে নেবে কংগ্রেস?

author-image
SWETA MITRA
New Update
congress.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটে বিজেপিকে নাস্তানাবুদ করে কর্ণাটক দখল করেছে কংগ্রেস (Congress)। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কার্যত আত্মবিশ্বাস বেড়েছে 'হাত' শিবিরের। যদিও কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে তুমুল সাসপেন্স শুরু হয়েছে। সিদ্দারামাইয়া (Siddaramaiah) নাকি ডি কে শিবকুমার? কে হবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে দিল্লিতে হাজির হয়েছেন সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার (D K Shivkumar)। এরই মাঝে কর্ণাটক কংগ্রেসের নবনির্বাচিত বিধায়করা দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছেছেন।