নববর্ষে বাস ভাড়া নিয়ে নতুন আপডেট

২০১৮ সালে যে ভাড়া সরকার নির্ধারণ করেছিল, সেই ভাড়াই নিতে হবে বেসরকারি বাস ও মিনিবাসগুলিকে। কোথাও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে পরিবহণ দপ্তরকে পদক্ষেপ করতে হবে সেই বাসের বিরুদ্ধে।

author-image
Pallabi Sanyal
New Update
bus fare

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বাস ভাড়া নিয়ে নতুন আপডেট। সরকার নতুন করে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত আগের বিজ্ঞপ্তি মেনে নূন্যতম ৭ টাকা ভাড়াই নিতে হবে বাসগুলিকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইদানিংকালে বাসে ওঠা মানেই নূন্যতম ভাড়া দিতে হবে ১০ টাকা। কিন্তু এমনটা আর করা যাবে না।    ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০১৮ সালে যে ভাড়া সরকার নির্ধারণ করেছিল, সেই ভাড়াই নিতে হবে বেসরকারি বাস ও মিনিবাসগুলিকে। কোথাও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে পরিবহণ দপ্তরকে পদক্ষেপ করতে হবে সেই বাসের বিরুদ্ধে। প্রসঙ্গত, লকডাউনের পরে বেসরকারি বাস ও মিনিবাসের যথেচ্ছ ভাড়াবৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ না মানলে করা যাবে আদালত অবমাননার মামলা। বেসরকারি বাস নিয়ে অভিযোগ জানানোর জন্যে হেল্পলাইন চালু করতেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এখন থেকে প্রতিটি বাসের ভিতরে ও বাইরে হেল্পলাইন নম্বর জানিয়ে পোস্টার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।