BREAKING: নতুন সংসদ ভবনে মোদীর জন্য বিশেষ দরজা!

পুরনো সংসদ ভবনে শেষ দিন আজ। তারপর নতুন সংসদ ভবনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নতুন সংসদ ভবনে কী কী আয়োজন রয়েছে দেখে নেওয়া যাক।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে নতুন সংসদ ভবনে বসবে বিশেষ অধিবেশন। শেষবারের মতো পুরনো সংসদ ভবনে একজোট হয়েছেন সাংসদরা। নতুন ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। হস্তীদ্বার প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট আর মকর গেট সাংসদদের জন্য। লোকসভা কক্ষে আসন্ন ৮৮৮ আর রাজ্যসভা কক্ষে আসন ৩৮৪। রাজ্যসভা কক্ষের নকশা জাতীয় ফুল পদ্মের আদলে। জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি করা হয়েছে লোকসভা।

rectify impact.jpg