নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন নারায়ণ প্রসাদ সৌদ

নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা নারায়ণ প্রসাদ সৌদ। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল রাষ্ট্রপতি ভবনে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।

author-image
New Update
nepal flag

নিজস্ব সংবাদদাতা: নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা নারায়ণ প্রসাদ সৌদ। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল রাষ্ট্রপতি ভবনে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে  শপথ বাক্য পাঠ করান। জানা গেছে, শপথ নিয়ে তিনি খুব শীঘ্রই ভারত সফরে আসবেন।  তবে কবে আসবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।