নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রায়নায় পৌঁছিয়েছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। রবিবার পাড়ায় পাড়ায় ঘুরলেন অভিষেক। সারলেন জনসংযোগ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাদের অভাব-অভিযোগের কথা। স্থানীয়রাও অভিষেককে কাছে পেয়ে জানান অভিযোগ। মূলত, রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা জানান এলাকাবাসীরা। এক বৃদ্ধ আবার বলেন বার্ধক্য ভাতা না পাওয়ার কথা। সব অভিযোগই মনযোগ সহকারে শুনে সমাধানের আশ্বাস দেন অভিষেক। কিন্তু এরপরই কাটে তাল। তৃণমূল সাংসদ এলাকা ছাড়তেই সেই চেনা ছবি। নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পরিস্থিতির বদল ঘটে। কী করে স্থানীয়রা অভিষেক পর্যন্ত পৌঁছে অভিযোগ জানানোর সুযোগ পেলেন তা নিয়েই শুরু হয় তৃণমূল কর্মীদের বচসা।এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়।