নিজস্ব সংবাদদাতাঃ মুকুল রায় (Mukul Roy) নাকি 'নিখোঁজ'! অথচ কাউকে কিছু না জানিয়ে হঠাতই দিল্লিতে হাজির হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, 'মুকুল রায়ের মানসিক অবস্থা ঠিক নয়। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না, তাহলে কীভাবে টিকিট কাটলেন তিনি? দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন কিছু বলতে পারবেন না বাবা। বাবার পারকিনসন, ডিমনেসিয়া রয়েছে। অভিষেককে বদনাম করতে রাজনীতি করা হচ্ছে। বাবার এরকমভাবে দিল্লি যাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। বাবাকে বিমানবন্দর থেকে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সিআইএসএফ কোনও সাহায্য করেনি।'