নিজস্ব সংবাদদাতা : দিল্লি সফর শেষ মুকুল রায়ের। ঘরের ছেলে ফিরে এলেন ঘরে। শনিবার দুপুরে কলকাতায় ফিরে রাজনীতির চাণক্যের দাবি, সবার সঙ্গে দেখা হয়েছে তার। শুধু তাই নয়, তৃণমূল ভবনে যাওয়াটাও ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। আবারও মনে করিয়ে দেন যে তিনি বিজেপিতেই রয়েছেন। স্বেচ্ছায় গিয়েছিলেন দিল্লিতে। আবার যাবেন বলেও জানান তিনি। অন্যদিকে, শুভ্রাংশুর কথা ঠিক নয় বলেও দাবি করেছেন মুকুল। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন যে শুভ্রাংশু যা বলেছেন ভুল বলেছেন। বাবার মানসিক অসুস্থতার কথাও জানিয়েছিলেন শুভ্রাংশু।
প্রসঙ্গত, মুকুল রায়ের দিল্লি যাওয়ার দিন বাবা নিঁখোজ বলে জানিয়েছিলেন পুত্র শুভ্রাংশু। এমনকি থানায় নিখোঁজের অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু বেলা বাড়তেই স্পষ্ট হয় ছবি। নিজেকে দিল্লির সাংসদ বলে দাবি করেন মুকুল। বলেন, ব্যক্তিগত কারণে দিল্লি যাচ্ছেন। ফিরে এসে বললেন ছেলে ভুল বলেছে। এরপর থেকেই বাবা-ছেলের সম্পর্ক নিয়ে এবার নতুন করে শুরু গুঞ্জন।