নিজস্ব সংবাদদাতা : দিল্লি সফর শেষ মুকুল রায়ের। ফিরছেন কলকাতায়। দিল্লি যাত্রার ১২ দিনের মাথায় নিজের অপূর্ণ বাসনাগুলো নিয়েই ফিরছেন তিনি। বাংলায় পা রাখার পর কী বার্তা ঘরের ছেলে সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল দিল্লিতে উড়ে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এদিকে বাবা নিখোঁজ বলে দাবি করেছিলেন পুত্র শুভ্রাংশু। মুকুলের অন্তর্ধান নিয়ে পরতে পরতে তৈরি হয়েছিল নাটকীয় মুহূর্ত। এরপর প্রকাশ্যে আসে বিমানবন্দরের একটি ভিডিও। যেখানে দেখা যায় মুকুলকে। তিনি নিজেকে বিজেপি নেতা হিসেবেই দাবি করেছিলেন। এমনকি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা জে পি নাড্ডা থেকে কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। প্রায় দুবছর পর দিল্লিতে পা রাখেন তিনি। তার দিল্লি সফরের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু এসব এখন অতীত। কার্যত মনের বাসনা মনেই থেকে যায় বিধায়কের। কার্যত খালি হাতে কলকাতায় ফিরে আসছেন তিনি।