আরও এক আদালতে ধাক্কা, জেলে যেতেই হচ্ছে রাহুলকে

 চলতি বছরেই সুরাটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ (ফৌজদারি মানহানি) ধারায় দোষী সাব্যস্ত করে এবং ২০১৯ সালে গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।

author-image
SWETA MITRA
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'মোদী পদবী' নিয়ে একের পর এক আদালতে ধাক্কা খেয়েই চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবারও তাঁর ব্যতিক্রম ঘটল না। জানা গিয়েছে, রাঁচির এমপি/এমএলএ আদালত 'মোদী উপাধি' মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, রাঁচিতে প্রদীপ মোদী নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।

 চলতি বছরেই সুরাটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ (ফৌজদারি মানহানি) ধারায় দোষী সাব্যস্ত করে এবং ২০১৯ সালে গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।

এই রায়ের পর গণপ্রতিনিধিত্ব আইনের বিধান অনুযায়ী গান্ধীকে সংসদ সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়। রাহুল গান্ধী ২০১৯ সালে কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। সুরাটের দায়রা আদালত ২০ এপ্রিল কংগ্রেস নেতার সাজা স্থগিত করার আবেদন খারিজ করে দেয়। এই মামলায় রাহুল গান্ধী বর্তমানে জামিনে রয়েছেন।