নিজস্ব সংবাদদাতা: 'তৃণমূলের নেতা এবং পুলিশ টাকা খেয়েছে বলে এগুলো হচ্ছিল। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এখানে মাসে মাসে ৫০০০০ টাকা করে তোলে। টাকা খেয়ে পারমিশন দিয়েছে বোমা, বাজি বানাতে', দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ নিচ্ছে রাজ্যেরই মন্ত্রীর নাম। রবিবার সকালে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংখ্যা আরো বাড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। তবে মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অত্যন্ত বড় এবং একেবারেই এড়িয়ে যাওয়ার মতো নয়।