নিজস্ব সংবাদদাতা: জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে এসে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। ১১ ঘণ্টা পর রাত ১১টার পরেও চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, তারই মধ্যে অদ্ভুত কাণ্ড করে বসেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিকেলের দিকে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে আচমকাই বাড়ির পিছনের পুকুরে নিজের দু’টি মোবাইল ছুড়ে ফেলে দেন তিনি। এর পর পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলে মোবাইল দু’টির খোঁজ চালান তাঁরা। গভীর রাত পর্যন্ত যদিও সেই মোবাইল উদ্ধার হয়নি।