নিজস্ব সংবাদদাতা : আদালতের নির্দেশে এবার চাকরি হারাতে চলেছেন রাজ্যের মন্ত্রীর কন্যা। সম্প্রতি নিয়োগে অনিয়ম হওয়ায় শর্তসাপেক্ষে ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ৩৬ হাজারের তালিকায় রয়েছেন মালবাজারের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইকের মেয়ে সুষমা চিক বড়াইক।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষিকার চাকরি পান মন্ত্রী কন্যা। বাড়ির অদূরেই হয় পোস্টিং। এবার তার নাম ৩৬ হাজারের তালিকায় আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও বাবা বুলু চিক বড়াইকের দাবি, মেয়ে মেধাবী। মেধার জোরেই চাকরি পেয়েছেন।