নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল পুলিশ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সফরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ রবিবার কোচি পুলিশ (Kochi Police) ক্যাম্পে কোচির পুলিশ আধিকারিকদের একটি বৈঠক চলছে। কোচি সিটি পুলিশ কমিশনার কে সেতু রমন এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।