নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম। মণিপুরের (Manipur) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। গত ৩ মে মণিপুরে একটি ছাত্র সংগঠন 'মাইতেই' সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) শ্রেণীতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে আদিবাসীদের আন্দোলন চলাকালীন ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এরপর মেরি কম (MC Mary Kom) এক টুইট বার্তায় বলেন, 'আমার রাজ্য মণিপুর জ্বলছে।' এরপর আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মেরি কম বলেন, ' মণিপুরের পরিস্থিতি আমার ভালো লাগছে না। গতকাল রাত থেকে পরিস্থিতির অবনতি হয়েছে। আমি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির কথা মাথায় রেখে পদক্ষেপ নিতে এবং রাজ্যে শান্তি, নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এটা দুর্ভাগ্যজনক যে এই হিংসার জেরে কিছু লোক তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে। পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করতে হবে।' দেখুন ভিডিও...