নিজস্ব সংবাদদাতা: ৪৭ ওভারে ভারত ৯ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলতেই বৃষ্টি নামল মাঠে। গতকালের পর আজ আবার একই চিত্র বৃষ্টির। সাময়িকভাবে থমকে গেল ম্যাচ। অক্ষর প্যাটেল ১৫ রানে ব্যাট করছিলেন। ২ রান করেছেন মহম্মদ সিরাজ। আসালঙ্কা ৯ ওভারে ১৮ রান খরচ করে ৪টি উইকেট নেন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)