নিজস্ব সংবাদদাতাঃ হিংসার আগুনে জ্বলছে গোটা মণিপুর (Manipur)। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মন্দির, সাধারণ মানুষের বাড়িতে। প্রাণভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছেন মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে ভারতীয় সেনা, আসাম রাইফেলস, র্যাফ। যদিও হিংসা রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং (Biren Singh), এই অভিযোগ করেছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। একই অভিযোগের সুর রয়েছে বিজেপিরই বহু নেতা-মন্ত্রীদের গলায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই তাঁর বিরুদ্ধে উপজাতিদের তাদের গ্রাম থেকে বিতাড়িত করা, রাজধানী ইম্ফল-এর কয়েক দশক পুরানো গির্জা ধ্বংস করার অভিযোগ রয়েছে। বিশিষ্ট মহলের মতে, একাধিক ইস্যুকে কেন্দ্র করে বীরেন সিংকে নিয়ে দিনের পর দিন ধরে উপজাতিদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এহেন অবস্থায় বিরোধী থেকে শুরু করে সকলের মনে একটাই প্রশ্ন, পদত্যাগ কি করবেন বীরেন সিং? বা কেন্দ্রীয় সরকার এই হিংসা রুখতে ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে সকলের।