নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা ও নিপীড়ন এখনও অব্যাহত। এরকমই দৃশ্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে সুদূর আমেরিকায়। নিউইয়র্কে ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বিক্ষোভকারীরা 'আমরা ন্যায়বিচার চাই' বলে স্লোগান দিচ্ছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা ও নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে।
#WATCH Massive crowds gather in NYC despite heavy rains, chanting “we want justice.” Calling for an end to violence and persecution of Hindus in Bangladesh and holding the perpetrators accountable immediately.