মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারধস

মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারধস। এই তুষারধসের জেরে ৩ শেরপা নিহত হয়েছে।

author-image
New Update
snow 3

নিজস্ব সংবাদদাতা: মাউন্ট এভারেস্টে ( Mount Everest)  ভয়াবহ  তুষারধস। এই তুষারধসের জেরে ৩ শেরপা নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় তুষারধসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ৩ শেরপাকে উদ্ধার করেছে প্রশাসন।