নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানিক ভট্টাচার্যেরও একটি স্কুল রয়েছে, আদালতে দাবি করল ইডি। যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরনো সরকারি স্কুল, দাবি মানিক ভট্টাচার্যর আইনজীবীর। শুনানির সময়ে মানিক ভট্টাচার্যকে এজলাসে থাকার অনুমতি দেওয়া হোক, আবেদন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। শুনানির জন্য আরো তিন সপ্তাহ সময় চাইল ইডি। 'আগেও দুই সপ্তাহ সময় চেয়েছিলেন। তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি', জামিনের মামলায় মন্তব্য বিচারপতির।