নিজস্ব সংবাদদাতা: আজ বিধানসভায় রাজ্য সরকার পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রস্তাব রেখেছে। প্রস্তাবের বিরোধিতায় সরব বিজেপি। এই নিয়ে এক বিরোধী নেতা পাল্টা প্রশ্ন করেছিলেন যে ১২ বছর ধরে তাহলে কেন এই দিবস পালন করল না রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বললেন যে এতদিন করা হয়নি কারণ এতদিন ২০ জুন কেউ পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি। বিরোধীদের কটাক্ষ করে বললেন, 'সবকিছু চাপিয়ে দেওয়া চলবে না'। তারপরেই ঘোষণা করলেন যে রাজ্যপাল পশ্চিমবঙ্গ দিবস পালন না করলেও রাজ্য সরকার পালন করবে। খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে বললেন, 'দেখি কার জোর বেশি'।