নিজস্ব সংবাদদাতা: মণিপুরে (Manipur) আটকে থাকা বাংলার বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১৮ জন পড়ুয়াসহ ২৫ জনকে বিমানের মাধ্যমে বাংলায় ফেরানো সম্ভব হয়েছে বলে নবান্নে সাংবাদিক বৈঠকে (Press Conference) দাবি করলেন মমতা। ১৮৫ জন বাঙালির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে, মন্তব্য মমতার। এই রাজ্যের বাসিন্দাদের রাজ্যে ফেরানো নিয়ে মণিপুর সরকারের (Manipur Govt) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। অন্ধ্রপ্রদেশের ১৪০ ও তেলেঙ্গানার ২৬ জন পড়ুয়া বাংলায় ফিরে এসেছে, বললেন তিনি।