নিজস্ব সংবাদদাতা: নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম সম্মেলনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতিকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে বিজেপির কিছু কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগি করার জন্য টাকা দিচ্ছে। হিংসা লাগানোর জন্য টাকা দেওয়া হচ্ছে। দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে 'আমি নামাজ পড়ায় আমাকে ব্যঙ্গ করেছে বিজেপি। অনেকে আমাকে নিয়ে অনেক অপপ্রচার কুৎসা করেছেন আমার কিছু যায় আসে না। আমি কী করব সেটা আমার ব্যাপার। আমরা চাই না ধর্ম নিয়ে রাজনীতি হোক। কাজী নজরুল ইসলাম মানবিকতার কথা বলেছিলেন। রামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। মানুষ এক, মানবিকতার ধর্ম এক। সব ধর্মের অবদান এই দেশে আছে'।