নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল কংগ্রেস দল (Congress)। জানা গিয়েছে, দলবিরোধী মন্তব্যের জন্য আশিস দেশমুখকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করল মহারাষ্ট্র কংগ্রেস। রাজ্য কংগ্রেসের শৃঙ্খলা কমিটির চেয়ারপার্সন তথা প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান ২২ মে তারিখের একটি চিঠির মাধ্যমে দেশমুখকে বহিষ্কারের আদেশ জারি করেছিলেন। এই চিঠিতে বলা হয়েছে, 'দলের বিরুদ্ধে আপনার প্রকাশ্য বক্তব্যের উত্তর আমরা অসন্তোষজনক বলে মনে করেছি। আপনাকে তাৎক্ষণিকভাবে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে।‘ সম্প্রতি আশিস দেশমুখ বলেছিলেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উচিত তাঁর 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) কাছে ক্ষমা চাওয়া।‘ শুধু তাই নয়, তিনি রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে হাত মেলানোর অভিযোগও করেছিলেন।