নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠলো কলম্বিয়া। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার কলম্বিয়ার উত্তরাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮৫ কিলোমিটার গভীরে। এই নিয়ে একই সপ্তাহে পর পর ২ বার ভূমিকম্পে কেঁপে উঠলো কলম্বিয়া। তবে , লাগাতার এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।